মুক্তবার্তা ডেস্ক:দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশি চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছেন রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মালোপাড়া বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কার্যালয় থেকে সামনে যাবার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত পথাসভা হয়।
পথসভায় বক্তব্য দেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটন।