কারও সন্তান জঙ্গি না হয় খেয়াল রাখতে হবে

মুক্তবার্তা ডেস্ক:আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী আজ একটি নতুন উপসর্গ দেখা দিয়েছে, সেটা হলো জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকাসক্তি। তিনি বলেন, বাংলাদেশে কোন জঙ্গি থাকবে না। জঙ্গিরা রেহাই পাবে না। জঙ্গিরা কে কোথায় বাস করে সকলেই তা খেয়াল রাখবেন। জঙ্গিদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী। শুধু দেশে নয়, যারা বিদেশে লেখাপড়া করছে তারাও মেধার দৃষ্টান্ত রাখছে। কাজেই এরা যেন কেউ বিপথে না যায়। কারও ছেলে-মেয়ে যেন জঙ্গি না হয়। এ জন্য প্রতিটি পরিবারের মা বাবাকে সাবধান থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীন করেই বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। যে দেশে কোন দারিদ্রতা থাকবে না, মানুষ খাদ্যে কষ্ট পাবে না। ভাত কাপড়ের অভাব হবে না। তিনি বলেন, আজ আমরা অনেক দূর এগিয়ে গেছি। ২০২০ সালে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করব। আর ২০২১ সালে যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালন করব। তখন এই বাংলাদেশ হবে সমৃদ্ধ ও মধ্যম আয়ের বাংলাদেশ। এ ভাবেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব।

Related posts

Leave a Comment