মুক্তবার্তা ডেস্ক:টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কাভার্ডভ্যানের চাপায় এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
টঙ্গী থানার এসআই মো. জহুরুল ইসলাম জানান, ঢাকার কারওয়ান বাজার থেকে কাঁচামাল নিয়ে তার পিকআপটি চেরাগ আলী গিয়ে থামে। পরে রাত তিনটার দিকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান পেছন থেকে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিক-আপে থাকা কাঁচামালের উপরে বসা আনন্দ মহাসড়কে ছিটকে পড়ে যায় এবং কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় এলাকাবাসী চালকসহ কভার্ডভ্যানটি আটক করে পুলিশে দেয়।