মুক্তবার্তা ডেস্ক:উৎসবের তৃতীয় দিনে লাল গালিচায় হাঁটলেন ঐশ্বরিয়া। তার প্রিন্সেস লুকে সকলেই বাকরুদ্ধ। ডিজনি প্রিন্সেস লুকে ডিজাইনার মাইকেল সিনসোর একটি কাঁধ খোলা আকাশি রঙের গাউনে রেড কার্পেটে হাঁটলেন ঐশ্বর্য। ৭০ তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে এবার অ্যাশ ১৬ তম বারের জন্যে হাজির হলেন তিনি।
কানের মঞ্চে থেকে সোশ্যাল মিডিয়ায় ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে পড়েছে অ্যাশের ছবিগুলো। চুলের মাখঝানে মাঝখানে সিথি করেছিলেন অ্যাশ।
হাল্কা রঙের পোশাকের সঙ্গে ছিল গাঢ় রঙের লিপস্টিক এবং স্যালভ্যাতোর ফেরাগামো ব্র্যান্ডের হাই হিল।
ফেস্টিভ্যালে অ্যাশের ২০০২ সালের ‘দেবদাস’ ছবিটি দেখানো হচ্ছে। ৪৩ বছর বয়সি অ্যাশ এক সন্তানের মা। তবে ছবিতে কোথাও সেকথা বোঝার কারও উপায় নেই।
এখানে তিনি একটি প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে গেছেন।