মুক্তবার্তা ডেস্ক:কয়েক দিনের টানা বর্ষণ ও বরফগলা পানির কারণে কানাডার মন্ট্রিল শহরে বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
গত শুক্রবার ভোররাত থেকে শহরটিতে টানা বৃষ্টিপাত হচ্ছে, এতে সৃষ্ট বন্যা ছড়িয়ে পড়ায় রবিবার বিকালে জরুরি অবস্থা ঘোষণা করা হয় বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে ৪৮ ঘণ্টার জন্য এই জরুরি অবস্থা বলবৎ থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই বৃষ্টিপাতকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন কুইবেকের পরিবেশমন্ত্রী ডেভিড হিউর্তেল। জরুরি অবস্থা ঘোষণার ফলে বন্যা মোকাবিলায় অতিরিক্ত সুবিধা পাবেন দমকল কর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কয়েকদিন লাগবে বলে এক বিবৃতিতে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
কানাডার কুইবেক প্রদেশের ১২৬টি পৌরসভাকে এখন আংশিকভাবে বন্যাকবলিত বলে বিবেচনা করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা কয়েক হাজার। প্রদেশটির সবচেয়ে বড় শহর মন্ট্রিলে বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ির ২২১ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
শহরের বাসিন্দাদের বাড়ি ছাড়ার নির্দেশ মান্য করে চলার আহ্বান জানিয়েছেন মেয়র ডেনিস কোদেরে। বন্যা পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষকে সহায়তা করতে কানাডীয় সামরিক বাহিনী এক হাজার ২০০ সেনা মোতায়েন করেছে।