কাতার-যুক্তরাষ্ট্র চুক্তি ‘পর্যাপ্ত নয়’

মুক্তবার্তা ডেস্ক:সন্ত্রাসী কাজে অর্থায়ন বন্ধে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে করা চুক্তি পর্যাপ্ত নয়, বলে দাবি করেছে অবরোধ আরোপ করা চার আরব দেশ। সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে একথা বলেছে।

সৌদি আরব, বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব-আমিরাতের যৌথ বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সফরকালে দোহায় ঘোষিত সমঝোতা স্বারক হচ্ছে সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডে সহযোগিতা বন্ধে এ চার আরব দেশ ও তাদের অংশীদারদের বিগত বছরগুলোর চাপের ফল।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ পরিবেশিত বিবৃতিতে আরো বলা হয়, তবে এ পদক্ষেপ পর্যাপ্ত নয়।

এতে আরো বলা হয়, সন্ত্রাসবাদে যেকোন ধরনের অর্থায়ন, সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা বন্ধের বিষয়ে কাতার কর্তৃপক্ষ কতোটুকু গুরুত্ব দেয় তা তারা গভীরভাবে পর্যবেক্ষণ করবে।

আগের চুক্তিগুলোর কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কাতার কর্তৃপক্ষের প্রতিশ্রুতি বিশ্বাস করা যায় না। কেননা, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা আগের প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি।

কাতারকে সঠিক পথে ফিরিয়ে আনতে এক্ষেত্রে দোহার ইতিবাচক পদক্ষেপ নিশ্চিত করতে বিবৃতিতে তাদের কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণের আহবান জানানো হয়।

Related posts

Leave a Comment