মুক্তবার্তা ডেস্ক:শনিবার ভোরে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিল্পমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল।
শিল্পমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল ৩ থেকে ৬ জুন কাতারের রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানা মুনতাজাতসহ অন্যান্য কারখানা পরিদর্শন করবেন। এ সময় তারা ২০১৭-১৮ অর্থবছরের জন্য মুনতাজাত থেকে ইউরিয়া সার আমদানির পরিমাণ চূড়ান্ত করবেন। পাশাপাশি তারা সার জাহাজিকরণ সম্পর্কেও বিস্তারিত অবহিত হবেন।
উল্লেখ্য, দেশে ইউরিয়া সারের চাহিদা মেটাতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে বাংলাদেশ সরাসরি কাতার, সৌদিআরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরিয়া সার আমদানি করে থাকে। ২০০৬-০৭ অর্থবছর থেকে এ ধরনের সার আমদানি অব্যাহত রয়েছে।