কাউনিয়ায় শিশুকে ধর্ষণ, আটক ১

মুক্তবার্তা ডেস্ক: রংপুরের কাউনিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠেছে বিপুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার দুপুরে হারাগাছ পৌরসভার সারাই পূর্ব মিয়া পাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

বিপুল মিয়া পাড়া গ্রামের বিড়ি শ্রমিক মোস্তফা মিয়ার ছেলে। স্থানীয়রা ধর্ষক বিপুলকে আটক করে পুলিশে দিয়েছেন।

এদিকে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়া জানান, সোমবার দুপুরে নির্যাতিতা শিশুটিকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন বিপুল। এসময় শিশুটি চিৎকার শুরু করলে এলাকাবাসী ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষক বিপুলকে আটক করে হারাগাছ পৌরসভা অফিসে নিয়ে যায়। পরে এলাকাবাসীর রোষানলের কারণে বিপুলকে পুলিশের কাছে সোপর্দ করে পৌরসভা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে কাউনিয়া থানায় শিশুটির বাবা আলাউদ্দীন বাদী হয়ে একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

কাউনিয়া থানার পরিদর্শক মামুনুর রশিদ আরটিভি অনলাইনকে জানান, অভিযুক্ত বিপুলকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা শেষে ব্যবস্থা নেয়া হবে।

Related posts

Leave a Comment