কলোরাডোর ওয়ালমার্ট শপে গুলিতে নিহত ২

মুক্তবার্তা ডেস্ক:যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে থর্নটনে বহুজাতিক সংস্থা ওয়ালমার্টের একটি দোকানে (স্টোর) গোলাগুলির ঘটনায় স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় দুজন নিহত হয়েছেন। গুলিতে আহত এক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার দুই ঘণ্টার মাথায় থর্নটন পুলিশ বিভাগ টুইটে জানায়, দুজন পুরুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে সতর্কতার জন্য সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়।

পুলিশ পরে জানায়, এটি পেশাদার গোলাগুলির ঘটনা নয়। বিপজ্জনক সময় পার হয়ে গেছে।

দেশটির সংবাদমাধ্যমে বলা হয়, একটি ওয়ালমার্টে নির্বিচারে গুলি ছোড়া হয়েছে। গোলাগুলির ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে গত মাসে এক বন্দুকধারীর গুলিতে ৫৮ জন নিহত হয়। এই মাসের এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রে বছরে ৩৩ হাজারেরও বেশি গোলাগুলির ঘটনা ঘটে।

Related posts

Leave a Comment