কলম্বিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ২৫৪

মুক্তবার্তা ডেস্ক:কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৫৪ জনে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিধসে ২৫৪ জন নিহত হয়েছেন। ৪০০ শতাধিক আহত ও অন্তত ২০০ জন নিখোঁজ রয়েছেন।

আক্রান্ত ১৭টি অঞ্চলের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতায় এক হাজার ১শ’ সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃংখলা বাহিনী কাজ করছে। খবর রয়টার্স, বিবিসির।

শুক্রবার রাতভর ভারী বৃষ্টির ফলে নদীর পানি পাড় উপচে মোকোয়া শহর প্লাবিত হয়ে যায়। শনিবার সকালে ধসে পড়ে বহু ঘর, মাটির নিচেও বাড়িঘর চাপা পড়ে।

প্রেসিডেন্ট হুয়ান মান্যুয়েল সান্তোস জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর অর্থ হচ্ছে, মাসিক বৃষ্টিপাতের ৩০ শতাংশই রাতে হয়েছে, যার ফলে বেশ কয়েকটি নদীর পানি হঠাৎ করে বেড়ে গেছে।

কলম্বিয়া রেডক্রসের প্রধান সিজার উরুয়েনা বলেছেন, ‘আমাদের কাছে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৫৪ জনে। ২০০ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছে অন্তত ৪০০ শতাধিক।’

প্রেসিডেন্ট হুয়ান মান্যুয়েল সান্তোস শনিবার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার রাতে কয়েক ঘণ্টা ভারি বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর পানি উপচে মোকোয়া শহর প্লাবিত হয়। কাদাপানির তোড়ে বহু ঘরবাড়ি ভেসে যায়, ধসে পড়ে অনেক ঘর। কয়েক ফুট কাদার নিচে চাপা পড়ে গাড়ি।

শহরটির গভর্নর সরেল আরোকা কলম্বিয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আশেপাশের সব এলাকা মাটিতে চাপা পড়ে গেছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে এবং রাস্তাঘাট ভেঙে পড়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

Related posts

Leave a Comment