মুক্তবার্তা ডেস্ক: সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর-২০১৭ এর ক্যাম্পেইন। বিশ্বব্যাপী সাইবার সচেতনতামূলক এ কার্যক্রমের দ্বিতীয় সপ্তাহের স্লোগান ‘ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মস্থলে সাইবার নিরাপত্তা’। আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা কর্মস্থল যেখানেই হোক না কেন, বড় কিংবা ছোট, স্বাস্থ্যসেবা প্রদানকারী, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সরকারি সংস্থা সবখানে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সপ্তাহে সচেতনতামূলক কর্মসূচি নিতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ, সচেতনতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও সাইবার হামলা প্রতিরোধের জন্য পরিকল্পনা প্রয়োজন। আমাদের এমন একটি সংস্কৃতি তৈরি করা অপরিহার্য যেখানে কর্মস্থলের সবার মধ্যে একটি যৌথ দায়িত্ববোধ সৃষ্টি হবে।
দ্বিতীয় সপ্তাহ আমাদের দেখাবে, কিভাবে সব ধরনের প্রতিষ্ঠান নিজেদের, তাদের কর্মচারী এবং গ্রাহকদের সাধারণ সাইবার হুমকি থেকে রক্ষা করতে পারে। এ সপ্তাহে প্রতিষ্ঠানগুলো তাদের সাইবার সচেতনতা জোরদার করতে সাহায্য করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের জন্য সাইবার সচেতনতার জন্য কর্মশালা আয়োজন করলে সেক্ষেত্রে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সহযোগিতা করবে। নিরাপদে ইন্টারনেট ব্যবহারের নানা বিষয় ccabd.org ওয়েবসাইটে বাংলায় পাওয়া যাবে।
অক্টোবর মাসজুড়ে অনলাইনে সচেতনতামূলক পোস্ট করার সময় #CyberAware ও #CyberAwareBDহ্যাশট্যাগ ব্যবহার করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।