মুক্তবার্তা ডেস্ক:শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ।
ইনিংসের ২৩তম ওভারে শ্রীলঙ্কান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি অফ স্পিনারের বল দিমুথ করুনারত্নের ব্যাটের কানা ছুঁয়ে স্টাম্প ভেঙে দেয়। ৭৬ বলে ৩০ রান করেন করুনারত্নে। শ্রীলঙ্কার স্কোর তখন ২ উইকেটে ৬০।
এর আগে ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলেই লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানলেন শুভাশীষ রয়। উপল থারাঙ্গাকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। নিজের প্রথম ওভারেই এ সাফল্য পেলেন শুভাশীষ।
তবে উপল থারাঙ্গাকে বোল্ড করার পরের বলেই আরেকটি উইকেটের সুযোগ পান শুভাশীষ। তার প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন লঙ্কান বোলার কুশল মেন্ডিস। কিন্তু নো বলের কারণে এ যাত্রায় বেঁচে যান মেন্ডিস।
এদিকে শুরু থেকেই লঙ্কানদের বেশ চাপে রেখেছেন ইনজুরি থেকে ফেরা মুস্তাফিজ ও তাসকিন আহমেদ।
প্রথম টেস্টের ভেন্যু গল বলে একটু বেশিই আত্মবিশ্বাসী বাংলাদেশ। এ রির্পোট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২৪ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৬১ রান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সুভাশীষ রয়।
শ্রীলঙ্কা একাদশ: রঙ্গনা হেরাথ(অধিনায়ক), দিমুথ করুণারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, আসেলা গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, লাকশান সান্দাকান।