কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মুক্তবার্তা ডেস্ক: মিয়ানমারের গণহত্যা থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করতে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

কক্সবাজার থেকে সড়কপথে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন।

Related posts

Leave a Comment