মুক্তবার্তা ডেস্ক:প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে ব্যবহার উদ্বোধন হল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের জন্য নির্মিত বিমানবন্দরটি অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ব্যবহার হয়ে আসছে। এতদিন সর্বোচ্চ ৭৪ আসনের উড়োজাহাজ ও কার্গো উড়োজাহাজই এ বিমানবন্দরে ওঠানামা করত।
কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী এবং মহেশখালীকে বিনিয়োগের ‘হাব’ হিসেবে গড়ে তোলার কাজ শুরুর লক্ষ্য নিয়ে সরকার এই বিমানবন্দরকে আন্তর্জাতিক করার কাজ শুরু করেছে। এর অংশ হিসেবেই চালু করা হয়েছে নতুন এই রানওয়ে।
বরণ ঢালা সাজিয়ে সরকারপ্রধানকে কক্সবাজারে সাদরে বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুত জেলাবাসী। টানা দুইবার সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্তমবারের মতো কক্সবাজার সফর।