ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত, মূসার বিরুদ্ধে অনুসন্ধান

মুক্তবার্তা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত চলছে। আর অনুসন্ধান চলছে আলোচিত ব্যবসায়ী মূসা বিন সমশেরের বিরুদ্ধে। এসব মামলার বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল হক সাংবাদিকদেরকে এ কথা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সানাউল। যশোর, নড়াইল, ময়মনসিংহ ও শেরপুরের ১৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরতে এই সংবাদ সম্মেলন ডাকেন তিনি।

২০১৬ সালে মানবতাবিরোধী অপরাধের তদন্ত করতে গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ১১ জন শিক্ষকের নাম পায় তদন্ত সংস্থা। এরা সবাই স্বাধীনতাবিরোধী কর্মাণ্ড করেছিলেন। এদের মধ্যে ওসমান ফারুকের নাম রয়েছে। তখন তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিডার ছিলেন।

এই ঘটনা তখন প্রকাশ হওয়ার পর সানাউল হক ২০১৬ সালের ৫ মে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত হবে। তবে এই সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে, সেটি আজ বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বলেননি সানাউল হক। তিনি বলেন,‘ওসমান ফারুকের বিরুদ্ধে নিয়মিত মামলা আছে, তদন্ত চলছে।’

গত বছর এই অভিযোগ উঠার পর ওসমান ফারুক বিদেশ চলে যান। এরপর তিনি আর দেশে ফেরেননি।

অন্যদিকে মূসা বিন সমশেরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে ফরিদপুরে নিজ এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। সম্প্রতি ওই এলাকার মুক্তিযোদ্ধারা এই বিষয়টি সামনে নিয়ে এসেছেন। তার বিষয়ে সানাউল হক বলেন, ‘মূসা বিন সমশেরের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। কোনো অগ্রগতি পাওয়া গেলে জানান হবে।’

Related posts

Leave a Comment