ওলাঁদের ভাষণে ভুলবশত পুলিশের গুলিতে আহত দুই

মুক্তবার্তা ডেস্ক:পশ্চিম ফ্রান্সে একটি অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বক্তৃতা দেওয়ার সময় পুলিশের এক লক্ষ্যভেদী দুর্ঘটনাবশত গুলি করলে দুই জন আহত হন।

ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহর ভিলোগাঁয় এ ঘটনা ঘটে। ওলাঁদ যে তাবুঁতে ভাষণ দিচ্ছিলেন পুলিশের স্লাইপার বিভাগের কর্মকর্তাটি সেখান থেকে প্রায় একশ মিটার দূরের একটি ছাদে অবস্থান নিয়েছিলেন। ওলাঁদের ভাষণ শুরুর কিছুক্ষণ পরেই গুলির ঘটনাটি ঘটে। গুলিটি তাঁবুর কাপড় ভেদ করে অস্থায়ী পানশালার একজন ওয়েটারের উঁরু ভেদ করে অন্য একজনের পায়ে বিদ্ধ হয়। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়।

ওলাঁদ ওই এলাকায় একটি নতুন রেললাইন স্থাপনের কাজ উদ্বোধন উপলক্ষে বক্তৃতা দিচ্ছিলেন। এমন সময় গুলির আওয়াজ শোনা যায়। এতে তিনি কয়েক মুহূর্ত বক্তৃতা বন্ধ রাখেন। বাম দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি বলেন, “গুরুতর কিছু হয়নি বলে আশা করছি।”

এই বলে শব্দ যেদিক থেকে এসেছে ফের সেই বাম দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর বলেন, “মনে হয়না তেমন কিছু।”

এ সময় ভাষণ থামিয়ে কারো আঘাত লেগেছে কিনা তাও জিজ্ঞেস করেন তিনি। সেই সময়ে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েনি বলেও জানা গেছে।

আহতরা হচ্ছেন স্থানীয় একটি হোটেলের প্রধান ওয়েটার ও একটি রেলপথ রক্ষণাবেক্ষণ কোম্পানির কর্মী। পরে ওলাঁদ আহতদের দেখতে হাসপাতালে যান।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই স্নাইপার বন্দুকের সেপটি ক্যাচ আনলক থাকায় দুর্ঘটনাক্রমে গুলি বের হয়ে যায়। এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ভিলোগননের স্থানীয় সরকার প্রধান পিয়েরে এন’গাহানি। ওই পুলিশ কর্মকর্তার অস্ত্র থেকে দুর্ঘটনাবশত গুলি বের হয়ে গিয়েছিল কিনা, এমন প্রশ্নে গাহানি বলেন, “হ্যাঁ, কোনো সন্দেহ নেই।”

ওই লক্ষ্যভেদী পুলিশের স্পেশাল প্রটেকশন ইউনিটের সদস্য বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Related posts

Leave a Comment