ওমর সানীকে প্রথম দেখাতেই ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী

মুক্তবার্তা ডেস্ক:বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় দম্পতি জুটি ওমর সানী ও মৌসুমী। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন কেমিস্ট্রি-তে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন মৌসুমী-ওমর সানী। এ অনুষ্ঠানেই নিজেদের সম্পর্কের কথা বলেছেন তারা।

ওমর সানী বলেন, ‘বলিউডের হিন্দি ছবিটি দেখেছিলাম। তাই কেন জানি বাংলাদেশের রিমেক ছবিটি দেখার আগ্রহ হয়নি কখনও। মৌসুমী-ওমর সানী জুটির বয়স ২৪ পেরিয়ে রজতজয়ন্তীতে পা রেখেছে।

তবে মজার বিষয় হলো, প্রথম দেখাতেই সানীকে ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী। রুমানা মালিক মুনমুনের সঙ্গে দীর্ঘ আড্ডায় তাদের সম্পর্কের সব অজানা গল্পগুলো জানিয়েছেন জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও এসএম হুমায়ূন কবীরের প্রযোজনায় কেমিস্ট্রি প্রচার হবে ঈদের ৪র্থ দিন রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

Related posts

Leave a Comment