ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্সে রাজকুমারের ভয়

মুক্তবার্তা ডেস্ক: বলিউড ছবি ‘ফ্যানি খান’ এ বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে।

সেইজন্যে মারাত্মক নার্ভাস লাগছে অভিনেতার, জানিয়েছেন রাজকুমার নিজেই।

সামনেই মুক্তি পাচ্ছে রাজকুমারের ছবি ‘শাদি মে জরুর আনা’। সেই ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজের এই ভয়ের কথা জানিয়েছেন রাজকুমার।

প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে এখনো কোনও দৃশ্যের শ্যুটিং করেননি রাজকুমার। তবে কয়েকটি ওয়ার্কশপ একসঙ্গে করেছেন তারা। ‘ফ্যানি খান’ এ রাজকুমার-ঐশ্বরিয়া ছাড়াও রয়েছেন অনিল কাপুর।

এছাড়া এ অভিনেতা কাজ করছেন নম্রতা সিংহ গুজরালের ‘ফাইভ ওয়েডিং’ ছবিতে। সেখানে তার বিপরীতে রয়েছেন নার্গিস ফাখরি।

সম্প্রতিই মুক্তি পেয়েছে রাজকুমারের ‘নিউটন’। সমস্ত জায়গা থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ছবিটি।

Related posts

Leave a Comment