ঐশী মানসিকভাবে অসুস্থ কি না-তার জন্য হাইকোর্টে হাজির

মুক্তবার্তা ডেস্ক:হাইকোর্টের নির্দেশে ঢাকায় পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার আসামি তাদের মেয়ে ঐশী রহমানকে আদালতে হাজির করা হয়েছে।

সোমবার সকালে কঠোর নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে ঐশীকে হাইকোর্টে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুদীপ চ্যাটার্জী বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ প্রহরায় সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঐশীকে হাইকোর্টে হাজির করা হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল ঐশী মানসিকভাবে অসুস্থ কি না-তা পর্যবেক্ষণের জন্য হাইকোর্টে হাজির করতে কারা মহাপরিদর্শকে নির্দেশ দেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ।

পুলিশ দম্পতি হত্যা মামলায় ২০১৫ সালের ১২ নভেম্বর তাদের একমাত্র মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এরপর ওই বছরের ১৯ নভেম্বর মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে।

Related posts

Leave a Comment