এসিডে ঝলসে গেল মা মেয়ে

মুক্তবার্তা ডেস্ক: পুরান ঢাকার গেন্ডারিয়ায় মা ও মেয়েকে এসিড দিয়ে ঝলসে দিয়েছে এক পাষণ্ড স্বামী। দগ্ধরা হলেন- পারভীন বেগম (৪৫) ও রুবিনা আক্তার (২৫)।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

পারভীন বেগমের স্বামী কানু মিয়া বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে গেন্ডারিয়া থানার বেগমগঞ্জ এলাকার দয়াগঞ্জের  ১৮/১/এ নম্বর বাড়িতে বসে গল্প করছিল পারভীন ও তার মেয়ে রুবিনা। এ সময়ে রুবিনার স্বামী দিলদার হোসেন জিকু বাসায় এসে তাদের সঙ্গে কথা বার্তা বলতে থাকে এক পর্যায়ে তার সঙ্গে থাকা লুকানো এসিডের বোতল বের করে তাদের শরীরে ছুঁড়ে মেরে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাদেরকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

কানু মিয়া আরও জানান, প্রায় পাঁচ বছর আগের রুবিনার সঙ্গে জিকুর বিয়ে হয়। তাদের তিন বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। জিকু নেশাগ্রস্থ এবং বেকার ছিল। এই নিয়ে তাদের সংসারে প্রায় ঝগড়া লেগে থাকত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক বলেন, দগ্ধদের মধ্যে পারভীনের শরীরের ৬ শতাংশ এবং রুবিনার ১৫ শতাংশ পুড়ে গেছে। তাদেরকে অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Related posts

Leave a Comment