এসপানিওলের বিপক্ষে রিয়ালের দারুণ জয়

মুক্তবার্তা ডেস্ক:লা লিগায় এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল রিয়াল মাদ্রিদ। গোল করেন দীর্ঘদিন পর দলে ফেরা অালভারো মোরাতা ও গ্যারেথ বেল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে করিম বেনজেমা-লুকা মদ্রিচকে বিশ্রাম দেয় রিয়াল। ম্যাচের ৩০তম মিনিটে সুযোগ তৈরি করেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার দারুণ কোনাকুনি পাস কাজে লাগাতে পারেননি মোরাতা। দুই মিনিট পর রোনালদো জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি।

এরপর ৩৩তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। ডান-দিক থেকে ইসকোর উঠানো বলে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন মোরাতা।

১-০ ব্যবধানেই প্রথমার্ধ শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে অাবারো সুযোগ হাতছাড়া হয় রিয়ালের। ৭১তম মিনিটে মোরাতার জায়গায় মাঠে নামানো হয় গ্যারেথ বেলকে। কোচের অাস্থার জবাবও দেন দ্রুত। ৮৩তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেন এই তারকা ফরোয়ার্ড।

এই জয়ে ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট ৪৮।

Related posts

Leave a Comment