এরশাদের ৫৭ দলকে নিয়ে জোটের ঘোষণা

মুক্তবার্তা ডেস্ক:জাতীয় পার্টি ছাড়া যে ৫৭টি দল যোগ দিয়েছে তার মধ্যে নির্বাচ কমিশনে নিবন্ধন আছে কেবল একটির। বাকিগুলো একেবারেই অপরিচিত। তাদের তেমন কোনো কার্যক্রমই নেই।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এই জোটের আত্মপ্রকাশের ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জাতীয় পার্টি ছাড়া অন্য দলগুলোর মধ্যে আছে এম এ মান্নানের নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এম এ মান্নান, আবু নাসের ওয়াহেদ ফারুকের নেতৃত্বাধীন ধর্মভিত্তিক ৩৫ দলের জোট জাতীয় ইসলামী মহাজোট এবং সেকেন্দার আলী মনির নেতৃত্বে বাংলাদেশ জাতীয় জোট বিএনএর নেতৃত্বে ২১ দল।

গত কয়েক মাস ধরেই এরশাদ তার নতুন জোট গঠন নিয়ে নানা ঘোষণা দিয়ে আসছিলেন। তবে শেষ পর্যন্ত পর্বতের মুষিক প্রসবের মতো কাণ্ড করলেন তিনি। মোট ৫৮টি দল থাকলেও এগুলোর একটিরও সারাদেশে কার্যক্রম নেই। তারা যেমন অপরিচিত, তেমনি নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার মতো যোগ্যতাও নেই। এই দলগুলো এর আগে কখনও হয় জাতীয় নির্বাচনে অংশ নেয়নি অথবা অংশ নিলেও উল্লেখযোগ্য সংখ্যক ভোট পায়নি।

তবে এই দলগুলো নিয়েই দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান এরশাদ। পাশাপাশি নির্বাচনে ভালও করতে চান। তিনি বলেন, ‘জোটের দীর্ঘস্থায়িত্বের জন্য রাজনৈতিক বিপদে আপদে সুদিনে-দুর্দিনে শরিকরা একে অপরের পাশে থাকবে।’

Related posts

Leave a Comment