এমপি রানার জামিন চার মাসের জন্য স্থগিত

মুক্তবার্তা ডেস্ক:মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খানের জামিন চার মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। তার জামিন আবেদন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানিতে এই আদেশ এসেছে।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছে। এই সময় পর্যন্ত শুনানি মুলতবি রাখা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রানার পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার, রোকন উদ্দিন মাহমুদ ও রুশো মোস্তফা।
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার প্রধান আসামি রানা গত বছরের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী।

Related posts

Leave a Comment