এমপি তুহিন,নান্দাইলে হাসপাতাল করতে জমি দিতে চান

মুক্তবার্তা ডেস্ক:প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দিতে গিয়ে এলাকার মানুষের জন্য নানা দাবি জানানোর পাশাপাশি স্থানীয়দের কল্যাণে নিজের সম্পদ দান করার ইচ্ছার কথা জানিয়েছেন একজন সংসদ সদস্য। এজন্য উত্তরাধিকার সূত্রে পাওয়া সব জমি বিলিয়ে দেয়ার কথা বলেছেন তিনি।

বুধবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের ওপর বক্তব্য দিতে গিয়ে এই ইচ্ছার কথা জানান ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। তিনি এই জমি দান করতে চান নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতাল স্থাপনে। এই প্রতিষ্ঠানটি তিনি করতে চান বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিবের নামে।

বয়সে তরুণ তুহিন এই বাসনাকে তার জীবনের শেষ ইচ্ছা বলেছেন। এই বয়সেই জীবনের শেষ ইচ্ছা বলার কারণ হিসেবে তিনি জীবনের অনিশ্চয়তার কথাই তুলে ধরেছেন। বলেছেন, ‘জানি না কালকে বাঁচব কি না। মানুষের জীবন চিরস্থায়ী নয়।’

নান্দাইলের সংসদ সদস্য বলেন, ‘বঙ্গমাতার নামে নার্সিং ইনস্টিটিউট কাম হাসপাতাল স্থাপন করতে চাই। তিনি জাতির জনকের পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি অনুপ্রেরণা। তার নামে হাসপাতাল করে আমি তাকে মানুষের কাছে স্বরণীয় রাখতে চাই।’

Related posts

Leave a Comment