মুক্তবার্তা ডেস্ক:সরকারের সঙ্গে এমপিদের আরও কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার বলেন, বাংলাদেশ ইতোপূর্বে এমডিজির চ্যালেঞ্জ গ্রহণ করে সফলতা অর্জন করেছে।বর্তমানে এসডিজির চ্যালেঞ্জ গ্রহণ করে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান। তবে শুধু প্রবৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে দারিদ্র দূর সম্ভব নয় বরং বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণই সবচেয়ে বড় কথা।
তিনি বলেন, এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্ব-স্ব নির্বাচনী এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হলে অগ্রগতি আরও দৃশ্যমান হবে। তিনি সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের স্ব স্ব মন্ত্রণালয়ে এসডিজি কর্মসূচির বাস্তবায়নে অবদান রাখার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ এসডিজি বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করতে পারে। বর্তমান সরকার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এসডিজির লক্ষ্য ও টার্গেটগুলোকে সমন্বয় করেছে। এর ফলে এসডিজি আমাদের জন্য বাস্তবায়ন করা সহজতর হবে।