এভারেস্টে ৪ পর্বতারোহীর লাশ উদ্ধার

মুক্তবার্তা ডেস্ক:মাউন্ট এভারেস্টের একটি বেস ক্যাম্পে তাঁবুর ভেতর থেকে এক নারীসহ চার পবর্তারোহীর মৃতদেহ পাওয়া গেছে। এ নিয়ে গত এক মাসে ১০ জন পর্বতরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। খবর হাফিংটন পোস্ট ইন্ডিয়ার।

বুধবার অভিযান কর্মকর্তারা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ৮ হাজার মিটার (২৬,২৪৬ ফুট) উচ্চতায় অবস্থিত ক্যাম্প ফোরের দুটি তাঁবুতে ওই পর্বতারোহীদের মৃতদেহগুলো খুঁজে পায় শেরপারা। তাদের মধ্যে দুজন নেপালী এবং দুজন বিদেশি নাগরিক।

কাঠমান্ডুভিত্তিক সেভেন সামিট ট্রেকস গ্রুপের মিঙ্গমা শেরপা জানান, সেভেন সামিটের ছয়জন শেরপা ৮,৮৫০ মিটার উচ্চতায় স্লোভাকিয়ার পর্বতারোহী ভ্লাদিমির স্ট্রবার(৪৯) মৃতদেহ উদ্ধার করে আনতে গিয়েছিলেন। সেখানেই তারা তাঁবুর ভেতর চারজনের মৃতদেহ খুঁজে পান। মারা যাওয়া স্ট্রবা ওই উচ্চতায় পৌঁছানোর পর রবিবার মারা যান।

Related posts

Leave a Comment