এবার বলিউড সিনেমায় প্রভাস?

মুক্তবার্তা ডেস্ক:ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে লেখা থাকবে বাহুবলীর নাম। ব্যবসার দিক থেকে এমন ভারতীয় ছবি এর আগে দেখা যায়নি।

সারা বিশ্বে বাহুবলী ২ এর সাফল্যের পরিমাণটা আকাশ ছোঁয়ার সমান। হাজার কোটির ব্যবসা করতে বাহুবলী ২ এর লেগেছে মাত্র ১০ দিন। আর ১৫ দিন পেরিয়ে তো সংখ্যাটা ১৩০০ কোটি পেরিয়ে গিয়েছে।

প্রেক্ষাগৃহগুলিতে তিল ধারণের জায়গা নেই। প্রত্যেকটা শো লোকে ভর্তি। এমন অনেক প্রেক্ষাগৃহের মালিক তো আবার বসার জায়গা নেই বলে সিনেমাপ্রেমীদের ফিরিয়ে দিয়েছেন। বহু সিনেমাহলের মালিকদের মতে, তাঁরা অনেকদিন পর লাভের মুখ দেখেছেন শুধুমাত্র বাহুবলী ২ এর হাত ধরে।

বাহুবলীর সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে সাফল্য পেয়েছেন প্রভাসও। শোনা যাচ্ছে এবার নাকি বলিউডেও অভিষেক হতে চলেছে প্রভাসের। বলিউডের আনাচে কানাচে কান পাতলেই এখন শোনা যাচ্ছে, অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির পরিচালক করণ জোহর নাকি বলিউডে অভিষেক ঘটাতে চলেছেন প্রভাসের। তিনি নাকি পরিচালক রাজ মৌলির সঙ্গে যুগ্মভাবে কাজ করতে চলেছেন একটি প্রজেক্টে। আর তাতেই অভিষেক হবে প্রভাসের। তবে করণ জোহর কিংবা প্রভাসের  কিংবা রাজ মৌলির পক্ষ থেকে কোনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। সে যাই হোক। বলিউডে প্রভাসের অভিষেক হলে দারুণই হবে। কী বলেন?

Related posts

Leave a Comment