মুক্তবার্তা ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা এবার আন্দোলনে নেমেছেন পরীক্ষা ফলাফল ঘোষণার দাবিতে। রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে ২০১১-১২ সেশনের চতুর্থ বর্ষের পরীক্ষার ফল দাবিতে অনশন শুরু করেছেন তারা। শিগগিরই ফল প্রকাশ করা না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এর আগে মাস্টার্স পরীক্ষার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে চোখ হারান সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। পরে সেই পরীক্ষার তারিখ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই পরীক্ষা শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, পরীক্ষা চলাকালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিলেও ফল দেয়ার দায়িত্ব বর্তায় ঢাবি কর্তৃপক্ষের ওপর। কিন্তু ইতোমধ্যে প্রায় আট মাস চলে গেলেও তারা ফল পাচ্ছেন না।
শিক্ষার্থীরা জানান, তাদের সঙ্গে পরীক্ষা দেয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফল ঘোষণা করা হয়েছে তিন মাস আগে। এ অবস্থায় ৩৮তম বিসিএস থেকে শুরু করে অন্যান্য নিয়োগ পরীক্ষায় তারা আবেদন করতে পারছেন না।