এবার দীপশিখা অর্নিবাণ চক্ষু ক্লিনিকের ভূয়া চিকিৎসকের কারাদন্ড !

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃঝিনাইদহে মাজহারুল ইসলাম নামের এক ভূয়া চক্ষু চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম এ দন্ডাদেশ দেন।

আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে শহরের গোরস্থানের সামনের দীপশিখা অর্নিবাণ চক্ষু ক্লিনিকে এক ভূয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে রোগিদের সাথে প্রতরণা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সেমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে আদালত বসিয়ে রোগিদের সাথে প্রতারণার অপরাধে দি মেডিকেল এ্যান্ড কাউন্সিল এ্যাক্ট ২০১০ অনুয়ায়ী তাকে ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ ও ডাঃ আরিফ আহম্মেদ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment