এবার টিভিতে লাইভে আসছেন শাকিব

মুক্তবার্তা ডেস্ক:টেলিভিশন লাইভে এসে চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস যে কথা বলেছেন, তাতে ঘুরে গেছে মানুষের আলোচনার বিষয়। শাকিব খানের সঙ্গে বিয়ে আর সন্তান জন্মদানের কথা জানানোর পর গত কয়েক দিনের দেশ বেচার আর এ নিয়ে সরেস আলোচনা ছাপিয়ে এখন অপু-শাকিব প্রসঙ্গ তুঙ্গে। এর মধ্যে শাকিবও সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। আবার তিনি আসছেন অপুর মতই টেলিভিশনে-সেটাই লাইভ অনুষ্ঠান।

দীর্ঘদিন আন্তরালে থাকার পর গতকাল একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে হাজির হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এসেই গোপন কথা ফাঁস করেন তিনি। জানান, তার সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে ৯ বছর আগে। তাদের একটি সন্তানও আছে। এতদিন শাকিব খানের ক্যারিয়ারের কথা ভেবে চুপ ছিলেন। কিন্তু ছেলের কথা ভেবে আর ব্যাপারটাকে লুকিয়ে রাখতে পারেননি।

Related posts

Leave a Comment