মুক্তবার্তা ডেস্ক:পিয়ংইয়ংয়ের সঙ্গে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে মার্কিন বিমান বাহিনী পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিনিটম্যান-৩ আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সাত দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফায় বুধবার স্থানীয় সময় রাত ১২টায় ক্যালিফোর্নিয়ার ভেন্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।
একই ধরণের ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার তৈরির চেষ্টা করছে এবং এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপড়েন যখন তুঙ্গে তখন দ্বিতীয় দফা এ পরীক্ষা চালানো হলো। ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল আটলান্টিক মহাসাগরের মার্শাল দ্বীপের ওয়াজালেইন অ্যাটল। এটি ভেন্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে সাড়ে ছয় হাজার কিলোমিটার বা চার হাজার ২০০ মাইল দূরে অবস্থিত।
পেন্টাগন দাবি করেছে, কয়েক মাস আগেই এ পরীক্ষার পরিকল্পনা করা হয়েছিল। পেন্টাগনের অস্ত্রভাণ্ডারে সাড়ে চারশো মিনিটিম্যান ক্ষেপণাস্ত্র আছে। এগুলোর প্রত্যেকটি আট হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম।
মার্কিন বিমান বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা, প্রস্তুতি এবং নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা যাচাইয়ে এ ধরণের পরীক্ষার প্রয়োজন রয়েছে। পরমাণু সক্ষমতা যাচাইয়ের জন্য নিয়মিত এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে হয়।
এদিকে, গত সপ্তাহে পরীক্ষা চালানোর পর শান্তিবাদী গোষ্ঠীগুলোর প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে ওয়াশিংটন। পিয়ংইয়ংয়ের সঙ্গে যখন টানাপড়েন চলছে তখন এ রকম পরীক্ষাকে তারা ওয়াশিংটনের দ্বিমুখী নীতি হিসেবে অভিহিত করেছে। তারা বলেছে, একদিকে ওয়াশিংটন নিজের পরীক্ষাকে ন্যায়সঙ্গত এবং উত্তর কোরিয়ার পরীক্ষাকে হুমকি হিসেবে প্রমাণ করতে চাইছে।