মুক্তবার্তা ডেস্ক:তাকে ভারতের সব থেকে জনপ্রিয় রাষ্ট্রপতি বললে ভুল হয় না। অথচ রাজনীতির মানুষই নন এপিজে আবদুল কালাম। বরং গবেষণা ও শিক্ষকতাতেই কেটেছে তার গোটা জীবন। অগ্নি, পৃথ্বীর মতো ক্ষেপণাস্ত্র ও ভারতের রকেট প্রযুক্তিতে রয়েছে তার গবেষণার অবদান। এবার তাকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে বলিউডে।
ভারতের রামেশ্বরমের দরিদ্র পরিবারের আবদুল কালামের বড় হয়ে ওঠার প্রতিটি ধাপই শিক্ষনীয়। তার সরল জীবনযাপন এক কথা ব্যতিক্রমী। তার বহু উক্তিতে অনুপ্রাণিত হয় ভারতবাসী। তবে এপিজে আবদুল কালামের সেই বায়োপিক তৈরি হবে ইংরাজিতে।
বুধবার সেই বায়োপিকের প্রথম পোস্টার নিজের টুইটারে শেয়ার করেন ফিল্ম সমালোচক তরণ আদার্শ।
সিনেমার কাজ খুব তাড়াতাড়িই শুরু হবে। মারাঠি পরিচালক প্রমোদ গোরে এই বায়োপিকটি তৈরি করছেন। তবে এই সিনেমাটিতে কারা কারা অভিনয় করছেন বা সেটি কবে মুক্তি পাবে সে নিয়ে এখনও কোনোও খবর প্রকাশ হয়নি।