মুক্তবার্তা ডেস্ক:পাঠ্যপুস্তকে ভুলের ঘটনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন নয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও হলেও সেই ভুল সংশোধন হয়নি তিন মাসেও। এরই মধ্যে বিভিন্ন স্কুলে প্রথম সাময়িকী পরীক্ষার প্রস্তুতি চলছে। শিক্ষার্থীরা পড়ে যাচ্ছে ভুলে ভরা বই।
ভুল সংশোধনের বিষয়ে এনসিটিবি বলছে, তারা আগেই ভুল সংশোধন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠিয়েছে। মতামত দিতে দেরি হওয়ায় ব্যবস্থা নিতেও দেরি হচ্ছে।
এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘আমরা মাসেক খানেকেরও বেশি আগে ভুল সংশোধন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে মতামত চেয়েছিলাম। তারা আবার আমাদেরকে বুধবার চিঠি দিয়েছে- কোন প্রক্রিয়ায় আমরা ভুলগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবো তা জানতে চেয়েছে। সে বিষয়েও আমরা আমাদের মতামত প্রস্তুত করেছি। আজকেই (বৃহষ্পতিবার) আমরা সে বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দেবো। এরপর হয়তো দুই/একদিনের মধ্যে উপজেলা পর্যায়ে ভুল সংশোধনগুলো পাঠাবো।’
এক প্রশ্নের জবাবে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ‘শিক্ষার্থীরা ভুল শিখছে না। কারণ আমাদের শিক্ষকরা আছেন। তারা সঠিকটাই পড়াচ্ছেন।’
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা আমাদের মতামত এনসিটিবিকে জানিয়েছি। এখন তারা ব্যবস্থা নেবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দ্রুতই সাড়া দিয়েছি। আমাদের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই।’