মুক্তবার্তা ডেস্ক:মৌসুমটা শেষ হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের। ইনজুরির ছোবলে বর্তমানে মাঠের বাইরে আছেন তিনি।
এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। সর্বশেষ আমেরিকায় ইব্রার পায়ের অস্ত্রোপচার করা হয়। নিউইয়র্কের রাস্তায় তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।
এর আগে মৌসুমের শুরু থেকেই ইউনাইটেডে আসার পর দলকে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন ইব্রা। কিন্তু ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে অ্যান্ডারলেখটের বিপক্ষে হাঁটুতে চোট পান তিনি।
গুরুতর চোটের কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ইব্রাকে। তার ইনজুরির পর অনেকটা ভেঙে পড়েছে কোচ হোসে মরিনহো। জয়ের ধারায় থাকা রেডডেভিলসদের শিরোপা স্বপ্নটা প্রায় শেষ হয়ে গেল।
৩৫ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বসে আছে চেলসি। দুইয়ে আছে টটেনহ্যাম। তাদের পয়েন্ট ৭৭ ম্যাচে ৩৫। এক ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। চারে থাকা পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির অর্জন ৩৫ ম্যাচে ৬৯। পাঁচ আছে ম্যানইউ।