এক কেজি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক

বেনাপোল প্রতিনিধিঃ ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে বুধবার সকালে এক কেজি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা।

আটকরা হলেন- শরিয়তপুরের ঘোষের চর এলাকার মহসিন খান ও ঢাকার কেরানীগঞ্জের ইলিয়াস আহমেদ।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ডেপুটি কমিশনার আব্দুস সাদেক জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন সংবাদে শুল্ক গোয়েন্দার একটি টিম কাস্টমস চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ভারতগামী পাসপোর্ট যাত্রী মহসিন খান ও ইলিয়াস আহমেদকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে দেহে বিশেষ কায়দায় লুকানো ১০টি সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৫০ লাখ টাকা বলে গোয়েন্দা কর্মকর্তা জানান।

আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে।আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

Related posts

Leave a Comment