এক কাহিনীর দুই বেগম

মুক্তবার্তা ডেস্ক:কলকাতার পরিচালক সৃজিতের প্রথম বলিউড সিনেমা ‘বেগমজান’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ এপ্রিল। ছবিটি সৃজিতের বাংলা ছবি ‘রাজকাহিনী’র হিন্দি রিমেক। এই পরিচালক এক কাহিনীতে ফ্রেমবন্দি করেছেন দুই বেগমজানকে।

হিন্দি ছবি ‘বেগমজান’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বিদ্যা বালান এবং বাংলা ‘রাজকাহিনী’তে ঋতুপর্ণা সেনগুপ্ত। দুই বেগম আগেই ফ্রেমেবন্দি হয়েছেন এক কাহিনীতে। এবার সরাসরি দেখাও হলো।

ছবির প্রচারে গত সোমবার ১০ এপ্রিল কলকাতায় ছিলেন ‘বেগমজান’র সদস্যরা। এক অনুষ্ঠানে দেখা হলো দুই ছবির কলাকুশলীদের। এদিন মোলাকাত হলো এক কাহিনীর দুই বেগম ঋতুপর্ণা সেনগুপ্ত ও বিদ্যা বালানের। দেখা হতেই জড়িয়ে ধরেন একে অপরকে। শুভেচ্ছা বিনিময় করলেন দুই বেগমজান।

এ সময় সৃজিত বলেন, ‘এটা একদম নতুন একটা ইভেন্ট। আগে এমনটা হয়নি। বিদ্যা ও ঋতুপর্ণা শুটিং-এর নানা গল্প এক্সচেঞ্জ করলেন। বাকিরাও একে অপরের অভিনীত ছবি নিয়ে আলোচনা করেছেন।’

সিনেমাটি নিয়ে বিদ্যা বলেন, ‘সাধারণত রিমেকের আইডিয়াটা আমার পছন্দের নয়। কিন্তু এই প্রোজেক্টটা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারিনি। গল্পটাই আমাকে দারুণ টেনেছিল। বেগমজানের অ্যাটিটিউডটাই আমার দারুণ পছন্দের।’

Related posts

Leave a Comment