মুক্তবার্তা ডেস্ক:শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৩৪ কোটি টাকা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়নে ব্যয় করা হবে ১ লাখ ৪ হাজার ১৮৬ কোটি ৭৭ লাখ টাকা। বাকি ১৮ হাজার ৮৪৭ কোটি ২৩ লাখ টাকা আসবে প্রকল্প সাহায্য থেকে।
পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১ লাখ ২৩ হাজার ৩৪ কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে ৮টি নতুন ও ১টি সংশোধিত প্রকল্প।