এই সরকার পার্বত্য এলাকার উন্নয়ন ও শান্তিচুক্তি বাস্তবায়িত করেছে: প্রধানমন্ত্রী

মুক্তবার্তা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য শান্তিচুক্তির বেশির ভাগই বাস্তবায়ন করা হয়েছে। পার্বত্য এলাকার উন্নয়ন করছে সরকার।

তিনি বলেন, চুক্তির সবচেয়ে জটিল বিষয় ভূমি সমস্যার সমাধানে এরই মধ্যে ভূমি কমিশন গঠন করা হয়েছে এবং এই সমস্যারও সমাধান হবে।

পার্বত্য শান্তিচুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এতে যুক্ত হয়েছিলেন পার্বত্য তিন জেলার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী তুলে ধরেন ২০ বছর আগে করা শান্তিচুক্তির প্রেক্ষাপট। তিনি বলেন, চুক্তি বাস্তবায়নে শুরু থেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে তার সরকার।

প্রধানমন্ত্রী বলেন, ‘৭২টা শর্তের মধ্যে ৪৮টি শর্ত আমরা সম্পূর্ণ বাস্তবায়ন করে ফেলেছি। ১৫টা আংশিক বাস্তবায়ন করা হয়েছে, বাকিগুলো চলমান। সব থেকে বেশি জটিল যেটা আছে সেটা হলো ভূমি। এই ভূমি নিয়ে যে সমস্যাটা, আমরা ইতিমধ্যেই ভূমি কমিশন করেছি। আমি আশা করি যদি আঞ্চলিক পরিষদ যদি সহযোগিতা করে, আমরা এটা বাস্তবায়ন করতে পারব। এবং তাদের চাহিদামতো যে আইনটা সংশোধন করা, ২০১৬ সালে আমরা সে আইনও সংশোধন করে দিয়েছি। পৃথিবীর বহু দেশে এ ধরনের চুক্তি হয়েছে। কিন্তু আমাদের মতো এত দ্রুত কেউ করতে পারেনি।’

Related posts

Leave a Comment