‘এই সরকারই নির্বাচনে সহায়কের ভূমিকা পালন করবে’

মুক্তবার্তা ডেস্ক:বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচনে এই সরকার সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। বর্তমান নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে সরকার। এর ব্যতিক্রম হবে না। এখন মির্জা ফখরুলরা সিদ্ধান্ত নিতে পারেন তারা নির্বাচনে আসবেন কি না।’

বৃহস্পতিবার সচিবালয়ে ভারতের দ্য বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে আলোচনার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘ভারতে যখন নির্বাচন হয়, তখন প্রেসিডেন্টই ক্ষমতায় থাকে। যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে সংশ্লিষ্ট দেশের প্রধানের অধীনেই নির্বাচন হয়। তাহলে বাংলাদেশে কেন হবে না। বাংলাদেশেও শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির নির্বাচন স্থগিত এবং বন্ধ করার ক্ষমতা নেই। ২০১৪ সালে সেটা প্রমাণিত হয়েছে। তারা শুধুই মুখে বলে। তারা পারলে তো আর আগেই তাদের দাবি আদায় করতো।’

অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মামলা আছে। নিয়মানুযায়ী কারও দুর্নীতির অভিযোগে দুইবছর সাজা হলে সে পাঁচবছর নির্বাচনে অংশ নিতে পারবে না। কিন্তু খালেদা জিয়ার সাজা হবে কি হবে না সেটি তো আমি বলতে পারবো না। এটি আদালতের বিষয়। তার সাজা হলে বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের বিষয়। তবে আমার বিশ্বাস আগামী নির্বাচনে শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে আসবে।’

Related posts

Leave a Comment