মুক্তবার্তা ডেস্ক:জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত ‘৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চাই, দেশবিরোধী কোনো চুক্তি মানি না’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
প্রতিরক্ষাবিষয়ক চুক্তি প্রসঙ্গে রিজভী বলেন, ‘এই চুক্তিতে দেশের সম্মতি নেই। জনগণ এই চুক্তি বাস্তবায়ন হতে দেবে না। আমরা আমাদের প্রতিরক্ষা নিজেদের মতো সুন্দর করে সাজাব। ভারত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে ঢুকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্যই এই চু্ক্তিটি করতে বাধ্য করেছে। গতকালের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’
তিনি বলেন, ‘ভারতকে মনে রাখতে হবে তাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বিশেষ একটি রাজনৈতিক দল তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য করেছে। এটি বাংলাদেশ নয়, এটি জনসমর্থনহীন একটি রাজনৈতিক দল।’
ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে নেই, আছে শুধু বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে- এমন মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ভারত তাদের পছন্দের দল পছন্দের শাসককে আজীবন ক্ষমতায় রাখতে চান, যার কারণে তাদের ইচ্ছামতো ব্যবহার করছেন। তারা মনে করে বাংলাদেশের স্বাধীনতা তাদের দয়ার দান। কিন্তু তারা জানে না বাংলাদেশ নেপাল, ভুটান, সিকিম নয়। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে নিজস্ব স্বকীয়তায়।’