এইচএসসিতে ৩৫ হাজার পরীক্ষার্থী কমেছে

মুক্তবার্তা ডেস্ক:গতবারের চেয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ৩৫ হাজার পরীক্ষার্থী কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এবার ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসির মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন। গতবার এই সংখ্যা ছিল ১২ লাখ ১৮ হাজার ৬২৮। সে হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার ৯৪২ জন।

নাহিদ বলেন, এবার মোট ৮ হাজার ৮৬৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা দেবে। তবে গতবারের চেয়ে পরীক্ষার্থী কমলেও এবার ৩৩১টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪৫টি পরীক্ষাকেন্দ্র বেড়েছে।

বিদেশের সাতটি কেন্দ্রে ২৭১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলে জানান শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থী কমে যাওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, দুই বছর আগে এসএসসিতে পাসের হার কম হওয়া এবং গত বছর যশোর শিক্ষা বোর্ডে প্রায় ২৫ হাজার অনিয়মিত শিক্ষার্থী থাকায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

Related posts

Leave a Comment