এইচএসসিতে পাসের হার কমল ৫.৭ শতাংশ

মুক্তবার্তা ডেস্ক:মাধ্যমিক বা এসএসসির ধারাবাহিকতায় উচ্চ মাধ্যমিক বা এইচএসসিতেও পাসের হার কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। শিক্ষামন্ত্রী বলছেন, খাতা দেখায় কড়াকড়ি ও মূল্যায়ন পদ্ধতি পাল্টানোয় এই পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি বছর আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা এবং কারিগরি-সব মিলয়ে ১০ শিক্ষাবোর্ডে পাসের হার হয়েছে ৬৮.৯১ শতাংশ। যা আগের বছর ছিল ৭৪.৭০ শতাংশ। এই হিসাবে এবার পাসের হার কমেছে প্রায় ৫.৭ শতাংশ।

রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তুলে দিয়ে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ এপ্রিল শুরু হয়ে ২৫ মে শেষ হয়। বর্তমান সরকারের আমলে চালু হওয়া রীতি অনুযায়ী নির্ধারিত সময় ৬০ দিনের এক দিন আগেই শিক্ষামন্ত্রী প্রকাশ করেছেন এই ফল। দুপুরে সচিবালয়ে মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টাঙিয়ে দেয়া হবে এই ফলাফল। পাশাপাশি অনলাইন ও মোবাইল ফোনেরও ফল জানার সুযোগ রয়েছে।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি মিলে শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৬৩ হাজার ৩৭০ জন। গত বছর ছিল ১২ লাখ তিন হাজার ৪৪০ জন।

এবার পাস করেছে মোট আট লাখ এক হাজার ৭১১ জন। গতবার পাস করেছিল আট লাখ ৯৯ হাজার ১৫০ জন।

এবার গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ। গত বছর ছিল ৭৪.৭০ শতাংশ। কমেছে ৫.৭ শতাংশ।

এবার এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন ৩৩ হাজার ২৪২ জন। জিপিএ ফাইভ কমেছে ১৫ হাজার ৭০৮ জন।

এইচএসসি ও সমমান মিলিয়ে জিপিএ ফাইভ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ জন।  গতবার পেয়েছিলেন ৫৮ হাজার ২৭৬ জন। এবার কমেছে ২০ হাজার ৫৫০ জন।

মোট ৮৭৭১টি প্রতিষ্ঠানের মধ্যে এবার ৫৩২টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি মিলে শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৬৩ হাজার ৩৭০ জন। গত বছর ছিল ১২ লাখ তিন হাজার ৪৪০ জন।

এবার পাস করেছে মোট আট লাখ এক হাজার ৭১১ জন। গতবার পাস করেছিল আট লাথ ৯৯ হাজার ১৫০ জন।

 

এবার গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ। গত বছর ছিল ৭৪.৭০ শতাংশ। কমেছে ৫.৭ শতাংশ।

এবার জিপিএ ফাইভ পেয়েছেন ৩৩ হাজার ২৪২ জন। জিপিএ ফাইভ কমেছে ১৫ হাজার ৭০৮ জন।

মোট ৮৭৭১টি প্রতিষ্ঠানের মধ্যে এবার ৫৩২টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে।

আটটি সাধারণ শিক্ষা বোর্ড পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ। এর মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার ৭১.৩০, জিপিএ ফাইভ পেয়েছেন পাঁচ হাজার ২৯৪ জন; দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৫.৪৪ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছেন দুই  হাজার ৯৮৭ জন, বরিশাল বোর্ডে পাসের হার ৭০.২৮ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছেন ৮১৫ জন; সিলেটে পাসের হার ৭২ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছেন ৭০০ জন।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭.২০ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছেন এক হাজার ৮১৫ জন। কারিগরি শিক্ষা বোর্ডে ৮১ দশমিক ৩৩ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছেন দুই হাজার ৬৬৯ জন।

Related posts

Leave a Comment