উপহার দুর্নীতি মামলায়ও খালাস এরশাদ

মুক্তবার্তা ডেস্ক: উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের করা আপিল গ্রহণ করে তাকে মামলা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষে করা দুটি আবেদনও খারিজ করে দিয়েছেন আদালত।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ১৯ এপ্রিল বিমানের রাডার ক্রয় দুর্নীতির মামলা থেকে খালাস পান এইচএম এরশাদ। এ মামলায় অন্য আসামিদের খালাস দেয় আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ হাজির করতে না পারায় আসামিরা এ মামলায় খালাস পেয়েছেন বলে আদালত তার রায়ে উল্লেখ করেছেন।

রায়ের প্রতিক্রিয়া এরশাদের আইনজীবী সিরাজুল ইসলাম বলেছেন, আমরা এই রায়ে খুশি। উচ্চ আদালতে তিনি সুবিচার পেয়েছেন।

তবে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এই রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি এই রায়কে ‘অদ্ভুত রায়’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের সঙ্গে আলাপ করে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

Related posts

Leave a Comment