মুক্তবার্তা ডেস্ক: ভারতের উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী এবং শীর্ষ বিজেপি নেতা এম বেঙ্কাইয়া নাইডু। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে ১৩তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন তিনি। বেঙ্কাইয়া প্রথম উপরাষ্ট্রপতি যিনি স্বাধীন ভারতে জন্মেছেন। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
উপরাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বিরোধী দলের নেতানেত্রীরা। শপথ নেয়ার আগে সদ্যপ্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বেঙ্কাইয়া। নতুন উপরাষ্ট্রপতিকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ৫ অগস্ট দেশের ১৩তম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন বেঙ্কাইয়া। এই পদের জন্য তার বিরোধী প্রার্থী পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে পরাস্ত করেন। শুক্রবার নরেন্দ্র মোদি রাজ্যসভায় বলেন, ‘কৃষক পরিবারের সন্তান বেঙ্কাইয়া নাইডু। রাজ্য এবং কেন্দ্রের হয়ে কাজ করেছেন। ফলে গ্রামীণ ও মফস্বল এলাকা নিয়ে তার যথেষ্ট ধারণা আছে। নায়ডুর প্রশংসা করে মোদি আরও জানান, দীর্ঘ দিন ধরে রাজ্যসভায় আছেন বেঙ্কাইয়া। সুতরাং উচ্চকক্ষের কাজকর্ম সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। নতুন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেসও।