মুক্তবার্তা ডেস্ক:প্রবাসীদের আয় বা রেমিটেন্স স্বল্প খরচ ও সহজে দেশে আনতে প্রবাসীকল্যাণ ব্যাংককে তফসিলী ব্যাংকে রূপান্তর করা হয়েছে। বৈধপথে রেমিটেন্স নিয়ে আসতে প্রতিটি জেলা ও উপজেলায় এই ব্যাংকের শাখা খোলা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম।
রবিবার রাজধানীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক-কে তফসিলী ব্যাংকে রূপান্তর করতে পরিশোধিত মূলধন পুর্নগঠন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘তফসিলী ব্যাংকের কার্যক্রম শুরু হলে প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্সের বৈধপথে আসবে এবং এর পরিমাণও বৃদ্ধি পাবে।’
মন্ত্রী জানান, ২০১১ সালের ২০ জানুয়ারি ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ২২ হাজার ৩৩৪ জনকে প্রায় ২১২ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘প্রবাসীদের ঋণ বিতরণের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবেন। মুখে দেখে নয়, প্রতিষ্ঠান দেখে, তার আচার-আচরণ দেখে ঋণ দেবেন।’ তিনি বলেন, ‘যারা এই ব্যাংকে কাজ করছেন, তাদের দায়িত্বগুলো অন্যান্য কমার্শিলায় ব্যাংক থেকে আলাদা হতে হবে।’