উত্তরাঞ্চলের পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মুক্তবার্তা ডেস্ক:উত্তরাঞ্চলের ১৬ জেলায় ট্রাক-কাভার্ড ভ্যান শ্রমিকদের পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

এর আগে ২৪ মে সকাল পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশের হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুল মান্নান আকন্দ এ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে মালিক শ্রমিক ঐক্য পরিষদ গত বুধবার বগুড়া শহরতলীর চার মাথায় সেঞ্চুরি মোটেলে এবং এর কয়েকদিন আগে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে দাবিগুলো মেনে নিতে ২০ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।

Related posts

Leave a Comment