উখিয়ায় খালেদা রোহিঙ্গাদের ত্রাণ দিতে

মুক্তবার্তা ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাছে ত্রাণ বিতরণ করতে কক্সবাজারের উখিয়ায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার বেলা একটার দিকে গাড়িবহর নিয়ে উখিয়া পৌঁছান তিনি। উখিয়ায় তিনটি শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রথমে তিনি ময়নার ঘোণা ক্যাম্পে ত্রাণ বিতরণ করবেন। এরপর হাকিমপাড়া ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। এসব ক্যাম্পে বিএনপি চেয়ারপারসন ৯ ট্রাক ত্রাণ বিতরণ করবেন বলে জানা গেছে।

রোহিঙ্গাদের দেখতে গত শনিবার ঢাকা থেকে রওনা হয়ে চট্টগ্রামে যাত্রা বিরতির পর রবিবার রাতে কক্সবাজারে পৌঁছান খালেদা জিয়া। সোমবার সকাল সোয়া ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউজ থেকে সড়কপথে উখিয়ার উদ্দেশে রওনা হন তিনি। প্রায় দুই ঘণ্টা পর উখিয়ায় পৌঁছান খালেদা জিয়া। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি বালুখালি পানবাজারে বিএনপিপন্থী চিকিৎকদের সংগঠন ড্যাবের একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

Related posts

Leave a Comment