ঈদে এক ডজনেরও বেশি নাটকে শখ

মুক্তবার্তা ডেস্ক:ঈদে এক ডজনেরও বেশি নাটকে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখকে। উত্তরা-ঢাকা-পুবাইল ঘুরে টানা শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ঈদে বিভিন্ন টেলিভিশনে প্রচার হবে  নাটকগুলো। তবে এর মধ্যে সিক্যুয়েল নাটক ও সাত পর্বের ধারাবাহিকের সংখ্যাই বেশি।

একসঙ্গে এত নাটকে কাজ করায় নাটকগুলোর মান বজায় থাকছে কী না এমন প্রশ্নের জবাবে শখ বলেন,
‘আশা করি আমার অভিনীত নাটকগুলোর কোনোটাই বোরিং লাগার মতো নয়। সবকটিতেই ভালো লাগার মতো উপাদান রয়েছে। আশা করছি ঈদে দর্শকের বিনোদনের বাড়তিমাত্রাই যোগ করবে নাটকগুলো’।

শখ জানালেন, তার অভিনীত বেশির ভাগ নাটকই সিক্যুয়েল। যার প্রথম কিস্তি প্রচার হয়েছে গত ঈদেও। এর মধ্যে বাংলাভিশনে প্রচারিত হতে যাচ্ছে সাগর জাহানের ‘অ্যাভারেজ আসলাম ইজ নট ব্যাচেলর’, মাছরাঙা টিভিতে ‘বেঙ্গল সমিতি’, এটিএন বাংলায় প্রচারিত হবে ‘নসু ভিলেন’ নামের ৭ পর্বের ধারাবাহিক।

Related posts

Leave a Comment