মুক্তবার্তা ডেস্ক:ইয়েমেনের স্নাইপারদের গুলিতে এপ্রিল মাসে অন্তত ৬৪ জন সৌদি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির একটি টেলিভিশন চ্যানেল। দেশটিতে সৌদি আরবের দু’বছরের অব্যাহত আগ্রাসনের জবাবে এসব সেনা নিহত হয়।
শুক্রবার ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ দাবি করে, সৌদি আরবের জিজান, নাজরান এবং আল-আসির সীমান্ত অঞ্চলে ইয়েমেনি স্নাইপারদের গুলিতে এসব সেনা নিহত হয়েছে। অবশ্য সবচেয়ে বেশি সৌদি সেনা নিহত হয়েছে জিজানে। তাদের সংখ্যা ৪৭ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে শুরু হওয়া সৌদি আরবের আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী। আগ্রাসনের প্রথম দিন থেকেই নির্বিচারে বোমা বর্ষণ করেও এখন পর্যন্ত লক্ষ্য অর্জন করতে পারেনি তেল সমৃদ্ধ সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।