ইয়েমেনে সন্দেহভাজন ৪ আল-কায়েদা জঙ্গি নিহত

মুক্তবার্তা ডেস্ক:ইয়েমেনের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার দুটি মার্কিন ড্রোন হামলায় অন্তত চারজন সন্দেহভাজন আল-কায়েদা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় অধিবাসী ও নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য দেন।

জিহাদিদের বিরুদ্ধে একটি বিতর্কিত মার্কিন কমান্ডো অভিযানের মাত্র মাসখানেক পর এ ড্রোন হামলার ঘটনা ঘটলো।

একজন প্রাদেশিক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, প্রথম ড্রোন হামলাটি চালানো হয় শাওয়া প্রদেশের ইয়াশবুম উপত্যকায় এক পরিচিত আল-কায়েদা নেতার বাড়ি লক্ষ্য করে।

তিনি বলেন, হামলার সময় বাড়ির বাইরে দাঁড়ানো চার আল কায়েদা সদস্যই নিহত হয়।

এক নিরাপত্তা সূত্র জানায়, দ্বিতীয় হামলাটি চালানো হয় অবিয়ান প্রদেশের জিহাদি-নিয়ন্ত্রিত শাকরা শহরে আল-কায়দার একটি অবস্থান লক্ষ্য করে।

এ হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

Related posts

Leave a Comment